পেওনিয়ার একাউন্ট এ সাইন আপ করতে যা যা আপনার লাগবেঃ
- একটি ইমেইল অ্যাকাউন্ট । যেমনঃ জিমেইল, ইয়াহু, হটমেইল ইত্যাদি। একটি ভোটার আইডি এর স্ক্যান কপি।
- যেকোন একটির স্ক্যান কপি।
- একটি ভোটার আইডির স্ক্যান কপি।
- একটি ড্রাইভিং লাইসেন্স এর স্ক্যান কপি।
- একটি পাসপোর্ট এর স্ক্যান কপি।নোটঃ স্ক্যান কপি যেকনো একটি হতে হবে। এবং স্ক্যান কপির সাইজ ১ এমবির কম হতে হবে । এবং স্ক্যান কপি অবশ্যই অবশ্যই স্পস্ট হতে হবে । কোন রকম ভাবে অস্পস্ট যেনো না থাকে। নিচের ছবিটি দেখুনঃ
চলুন শুরু করা যাকঃ STEP-1 পেওনিয়ার একাউন্ট এ সাইন আপ করতে লিংকটিতে ক্লিক করুনঃ PayoneerMaster Card SignUP এর পর নিচের মত একটি পেজ পাবেন।
- নামের প্রথম অংশ লিখুন। ( যেমনঃ Md jk Husain যদি আপনার নাম হলে, আপনার নামের প্রথম অংশ "Md Jakir" )
- নামের দ্বিতীয় অংশ লিখুন । ( যেমনঃ Md Jk Husain যদি আপনার নাম হলে, আপনার নামের দ্বিতীয় অংশ "Husain" )
- আপনার ইমেইল এড্রেসটি লিখুন ।
- পুনরায় আপনার ইমেইল এড্রেসটি লিখুন ।
- আপনার জন্ম তারিখটি লিখুন। ( আপনার ভোটার আইডি , অথবা আপনার পাসপোর্ট এ যে জন্ম তারিখ লিখা, সেটা )
- এখন NEXT এ ক্লিক করুন । ( নোটঃ সব কিছু ঠিক ঠাক ভাবে ফিলআপ করলে NEXT এ ক্লিক করুন )
NEXT এ ক্লিক করার পরঃ STEP-3এর পর নিচের মত একটি পেজ পাবেন।
এখন যা করতে হবেঃ
এখন যা করতে হবেঃ
- Country এর বক্স ক্লিক করে BANGLADESH সিলেক্ট করুন।
- আপনার ঠিকানা , " YOur area ,Sector#9,Road#1/A "। ( ঠিকানা এর বক্স ২ টি প্রত্যেকটি বক্স এ 30 টি LETTER এর বেশি দেয়া যাবে না ) ""=( সফটটেক আইটি-র ঠিকানা ব্যবহার না করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি ) =""
- দ্বিতীয় লাইন এও 30 টি LETTER , ঠিকানার পরের অংশটুকু লিখুন যেমনঃ " House#4, 5th Floor, Uttara " । ""=( সফটটেক আইটি-র ঠিকানা ব্যবহার না করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি ) =""
- এবার আপনি CITY এর বক্স এ- আপনি কোন City তে থাকেন সেটা লিখুন। যেমনঃ Dhaka, Jamalpur, Gagipur, Munshigong, ইত্যাদি।
- তারপর আপনার এলাকার / এরিয়ার- Postal / Zip code টি লিখুন। যেমনঃ 1230, 1229, 1125 ইত্যাদি । ( নোটঃ আপনি আপনার এলাকার / এরিয়ার / ডিসট্রিক্ট এর Postal / Zip code না জেনে থকলে GOOGLE এ Search দিয়ে বের করে ফেলুন )
- এখন আপনার মোবায়েল নাম্বারটি লিখুন। ( যেমনঃ +880 এর পর থেকে লিখুন 1800000000 )
- এখন NEXT এ ক্লিক করুন
- আপনি Type of Government ID বক্স থেকে National ID Passport Driving License এর মধ্যে থেকে আপনার যেটি আছে সেটি সিলেক্ট করুন।
- National ID # বক্স এ আপনার নুম্বেরটি দিন - যদি আপনি National ID সিলেক্ট করে থাকেন তাহলে National ID Number টি দিন ।
- Country of issue এর বক্স এ BANGLADESH দিন ( সিলেক্ট করুন )।
- Shipping Address IF DIFFERENT form HOME ADDRESSআপনি যদি DHL এ আপনার Cardটি আনতে চান তাহলে 4 নুম্বারটিতে Click করে ফিলআপ করতে পারেন , এতে আপনার 30$ ডলার পে করতে হবে , মানে 30$ দিয়ে আপনাকে Card নিতে হবে । ( নোটঃ তবে DHL এ ৩ দিন এ Card চলে আসে ) নোটঃ 4. ফিলআল করার প্রয়োজন নেই।
- বক্সটতে CLICK করুন।
I agree to the electronic and cookie Disclosures and Privacy Policy[ ] - বক্সটতে CLICK করুন।
I agree to the Terms and Conditions and UPS[ and ConditionsSercice ] - বক্সটতে CLICK করুন।
I agree to the Pricing and Fees[ FINISH এ Click করুন।]
ENDপরবর্তী ধাপঃ STEP-5 Sign Up শেষ হল। এখন ৫ থেকে ৭ মিনিট অপেক্ষা করুন। এই সময়ে আপনার MAIL এ ২টি mail আসবে পেওনিয়ার থেকে।
- Number MAIL টি ওপেন করুন এবং দেখুন, Account login ক্লিক করুন Click করা মাত্রই এখন payoneer.com এ চলে আসবে।এখন আপনার USER NAME ও PASSWORD দিয়ে Account এ login করুন। এইখান থেকে।
পরবর্তী ধাপঃ STEP-5.1
- Security Question 2 সিলেক্ট করুন এবং দিন।
- Security Question 3 সিলেক্ট করুন এবং দিন।
পরবর্তী ধাপঃ STEP-6 2. Number MAIL টি ওপেন করুন এবং দেখুন, Upload Documents ক্লিক করুন Click করা মাত্রই এখন পেওনিয়ার এর নতুন একটি পেজ আসবে । নিচে দেখুনঃ
( নোটঃ আপনার আপলোড ফাইল এর সাইজ ১ এম বি এর কম হতে হবে। সাইজ ১ এম বি / অথবা এর বেশি হলে আপলোড হবে না । এটা আপনার মনে রাখতে হবে। )-----------------------------------------------------------------------------------------------------------------------------------এখন ৭ থেকে ১৫ দিন অপেক্ষা করুন । এর মধ্যে আপনার MAIL এ পেওনিয়ার.কম থেকে একটি MAIL আসবে, আপনার পেওনিয়ার Card কত তারিখ এ আপনার ঠিকানায় আসবে।
সংগ্রহীত এইখান থেকে