How To get a free master card with 25 Dollar free Bonus in BD

পেওনিয়ার একাউন্ট এ সাইন আপ করতে যা যা আপনার লাগবেঃ
  1. একটি ইমেইল অ্যাকাউন্ট । যেমনঃ জিমেইল, ইয়াহু, হটমেইল ইত্যাদি। একটি ভোটার আইডি এর স্ক্যান কপি।
  2. যেকোন একটির স্ক্যান কপি।
    • একটি ভোটার আইডির স্ক্যান কপি।
    • একটি ড্রাইভিং লাইসেন্স এর স্ক্যান কপি।
    • একটি পাসপোর্ট এর স্ক্যান কপি।নোটঃ স্ক্যান কপি যেকনো একটি হতে হবে। এবং স্ক্যান কপির সাইজ ১ এমবির কম হতে হবে । এবং স্ক্যান কপি অবশ্যই অবশ্যই স্পস্ট হতে হবে । কোন রকম ভাবে অস্পস্ট যেনো না থাকে।  নিচের ছবিটি দেখুনঃ
চলুন শুরু করা যাকঃ   STEP-1 পেওনিয়ার একাউন্ট এ সাইন আপ করতে লিংকটিতে ক্লিক করুনঃ PayoneerMaster Card SignUP এর পর নিচের মত একটি পেজ পাবেন।

তারপরঃ   STEP-2এখানে Sign up> তে ক্লিক করুন এর পর নিচের মত একটি পেজ পাবেন।এখানে আপনার
  1. নামের প্রথম অংশ লিখুন। ( যেমনঃ Md jk Husain যদি আপনার নাম হলে, আপনার নামের প্রথম অংশ "Md Jakir"  )
  2. নামের দ্বিতীয় অংশ লিখুন । ( যেমনঃ Md Jk Husain যদি আপনার নাম হলে, আপনার নামের দ্বিতীয় অংশ "Husain"  )
  3. আপনার ইমেইল এড্রেসটি লিখুন ।
  4. পুনরায় আপনার ইমেইল এড্রেসটি লিখুন ।
  5. আপনার জন্ম তারিখটি লিখুন। ( আপনার ভোটার আইডি , অথবা আপনার পাসপোর্ট এ যে জন্ম তারিখ লিখা, সেটা )
  6. এখন NEXT এ ক্লিক করুন । ( নোটঃ সব কিছু ঠিক ঠাক ভাবে ফিলআপ করলে NEXT এ ক্লিক করুন )
NEXT এ ক্লিক করার পরঃ   STEP-3এর পর নিচের মত একটি পেজ পাবেন।

এখন যা করতে হবেঃ
  • Country এর বক্স ক্লিক করে BANGLADESH সিলেক্ট করুন।
  • আপনার ঠিকানা , "    YOur area ,Sector#9,Road#1/A     "। ( ঠিকানা এর বক্স ২ টি প্রত্যেকটি বক্স এ 30 টি LETTER এর বেশি দেয়া যাবে না ) ""=( সফটটেক আইটি-র ঠিকানা ব্যবহার না করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি ) =""
  • দ্বিতীয় লাইন এও 30 টি LETTER ,  ঠিকানার পরের অংশটুকু লিখুন যেমনঃ "  House#4, 5th Floor, Uttara  " ।  ""=( সফটটেক আইটি-র ঠিকানা ব্যবহার না করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি ) =""
  • এবার আপনি CITY এর বক্স এ- আপনি কোন City তে থাকেন সেটা লিখুন। যেমনঃ Dhaka, Jamalpur, Gagipur, Munshigong,  ইত্যাদি।
  • তারপর আপনার এলাকার / এরিয়ার- Postal / Zip code টি লিখুন। যেমনঃ 1230, 1229, 1125 ইত্যাদি ।  ( নোটঃ আপনি আপনার এলাকার / এরিয়ার / ডিসট্রিক্ট এর Postal / Zip code না জেনে থকলে GOOGLE এ Search দিয়ে বের করে ফেলুন )
  • এখন আপনার মোবায়েল নাম্বারটি লিখুন। ( যেমনঃ +880 এর পর থেকে লিখুন 1800000000  )
  • এখন NEXT এ ক্লিক করুন


NEXT এ ক্লিক করার পরঃ   STEP-4এর পর নিচের মত একটি পেজ পাবেন।এখন
  1. আপনি Type of Government ID বক্স থেকে National ID Passport Driving License এর মধ্যে থেকে আপনার যেটি আছে সেটি সিলেক্ট করুন।
  2. National ID # বক্স এ আপনার নুম্বেরটি দিন - যদি আপনি National ID সিলেক্ট করে থাকেন তাহলে National ID Number টি দিন ।
  3. Country of issue এর বক্স এ BANGLADESH দিন ( সিলেক্ট করুন )।
  4. Shipping Address IF DIFFERENT form HOME ADDRESSআপনি যদি DHL এ আপনার Cardটি আনতে চান তাহলে 4 নুম্বারটিতে Click করে ফিলআপ  করতে পারেন , এতে আপনার 30$ ডলার পে করতে হবে , মানে 30$ দিয়ে আপনাকে Card নিতে হবে । ( নোটঃ তবে DHL এ ৩ দিন এ Card চলে আসে ) নোটঃ 4. ফিলআল করার প্রয়োজন নেই।
  5. বক্সটতে CLICK করুন। [ I agree to the electronic and cookie Disclosures and Privacy Policy ]
  6. বক্সটতে CLICK করুন। [ I agree to the Terms and Conditions and UPS Sercice and Conditions ]
  7. বক্সটতে CLICK করুন। [ I agree to the Pricing and Fees ]FINISH এ Click করুন।
ENDপরবর্তী ধাপঃ   STEP-5 Sign Up শেষ হল। এখন ৫ থেকে ৭ মিনিট অপেক্ষা করুন। এই সময়ে আপনার MAIL এ ২টি mail আসবে পেওনিয়ার থেকে। 
  1. Number MAIL টি ওপেন করুন এবং দেখুন,  Account login ক্লিক করুন Click করা মাত্রই এখন payoneer.com এ চলে আসবে।এখন আপনার USER NAME ও PASSWORD দিয়ে Account এ login করুন। এইখান থেকে।
পরবর্তী ধাপঃ   STEP-5.1
  • Security Question 2 সিলেক্ট করুন এবং দিন।
  • Security Question 3 সিলেক্ট করুন এবং দিন।
পরবর্তী ধাপঃ   STEP-6  2. Number MAIL টি ওপেন করুন এবং দেখুন,  Upload Documents  ক্লিক করুন Click করা মাত্রই এখন পেওনিয়ার এর নতুন একটি পেজ আসবে । নিচে দেখুনঃ 

( নোটঃ আপনার আপলোড ফাইল এর সাইজ ১ এম বি এর কম হতে হবে। সাইজ ১ এম বি / অথবা এর বেশি হলে আপলোড হবে না । এটা আপনার মনে রাখতে হবে। )-----------------------------------------------------------------------------------------------------------------------------------এখন ৭ থেকে ১৫ দিন অপেক্ষা করুন । এর মধ্যে আপনার MAIL  এ পেওনিয়ার.কম থেকে একটি MAIL আসবে, আপনার পেওনিয়ার Card  কত তারিখ এ আপনার ঠিকানায় আসবে।

সংগ্রহীত এইখান থেকে

Share this

Related Posts

Previous
Next Post »